কাদের ভাইয়ের কাছে বিনীত অনুরোধ কাদের মির্জাকে থামান: এমপি একরাম
- আপডেট সময় : ০৯:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক;
বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও সময়ের আলোচিত-সমালোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব কাদের মির্জাকে থামাতে ওবায়দুল কাদেরের প্রতি অনুরোধ জানিয়েছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।
তিনি বলেন, কাদের মির্জা যা করছে তা পুরোপুরি অসুস্থতার লক্ষণ। একজন সুস্থ মানুষ এভাবে কথা বলতে পারেন না। তিনি যে ভাবে হাত নেড়ে, মাথা নেড়ে কথা বলেন এটা সুস্থ মানুষের লক্ষণ না। তার কথা শুনে লজ্জা লাগে। আমি আমাদের নেতা ওবায়দুল কাদেরকে বলবো অনুগ্রহ করে আপনার ছোট ভাইকে থামান।
আজ রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এ ‘মুখোমুখি একরামুল কাদের চৌধুরী’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
একরাম চৌধুরী বলেন, কাদের ভাইয়ের কাছে বিনীত অনুরোধ তাকে (কাদের মির্জা) থামান। উনাকে ধরুন। তার কথা শুনে দেশের মানুষ হাসে। কাদের ভাইকে বলবো উনার চিকিৎসা হওয়া দরকার।