ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা আসছে আজ
- আপডেট সময় : ১০:৩৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ৪৯৫ বার পড়া হয়েছে
ভারত থেকে উপহার হিসেবে পাওয়া ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে আসছে আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি)।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় করোনার টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসবে। সেখান থেকে স্বাস্থ্য অধিদফতর এই টিকা গ্রহণ করবে। জাতীয় পরিকল্পনার সঙ্গে এই ২০ লাখ টিকা যুক্ত করা হবে। এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে টিকা দেওয়া শুরু হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ ভ্যাকসিন আসার কথা জানিয়েছেন।
বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরও ৩ কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
প্রথম দিকে চিকিৎসক, নার্স, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন, সাংবাদিকদের এই টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে উদ্বোধন করার কথা রয়েছে।
বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশকে কোভিড-১৯ টিকা উপহার দিচ্ছে ভারত। দেশগুলো হলো: মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মরিশাস।