আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র দুর্নীতি-বিরোধী বিধিভঙ্গের অভিযোগে বড় সড় শাস্তি হল শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সনাথ জয়সুরিয়ার। আগামী দুই বছর কোনও রকম ক্রিকেটিয় কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারবেন না বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের এই নির্বাচক।
জয়সুরিয়া বিরুদ্ধে প্রধান অভিযোগ হল, তদন্তের কাজে আইসিসি-র দুর্নীতি দমন শাখার সঙ্গে অসহযোগিতা। বারবার অনুরোধ করার স্বত্ত্বেও তদন্তের স্বার্থে শ্রীলঙ্কার প্রাক্তন এই ক্রিকেট তারকা প্রয়োজনীয় নথি বা তথ্য জমা দেননি বলে অভিযোগ। যে কারণে দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৬ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ ছাড়া তদন্তের কাজে বাধা দেওয়া ও প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগও আনা হয় জয়সুরিয়ার বিরুদ্ধে। তাই দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে তাঁকে।
এরপর মঙ্গলবার আইসিসি-র দুর্নীতি দমন শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়ে দেন, আগামী দুই বছর কোনও রকম ক্রিকেটিয় কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারবেন না শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা সনাথ জয়সুরিয়া।