আমেরিকানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাউডেনের
- আপডেট সময় : ০৯:০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
আমেরিকানদের আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার (২০ জানুয়ারি) শপথ নেওয়ার পর জো বাইডেন প্রথম জাতীয় ঐক্যের ডাক দেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং সমাজে বিভক্তি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রই এক বড় সংকটে উপনীত হয়েছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
হোয়াইট হাউসে একটি প্রাইমটাইম বক্তৃতায় বাইডেন আবারও জাতীয় ঐক্যের ডাক দেন। তিনি লিংকনের স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে বলেন, এই পবিত্র শব্দের সামনে এই জায়গায় দাঁড়াতে পেরে আমি নতজানু হয়ে পড়েছি। প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এবং আমেরিকান জনগণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, আমি আজ আগেই বলেছি, আমরা আবার শিখেছি গণতন্ত্র মূল্যবান এবং আপনার (আব্রাহাম লিংকন) কারণেই গণতন্ত্র বিরাজ করেছে, লিংকনের স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে বাইডেন এসব কথা বলেন।