টঙ্গীতে নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মী নিখোঁজ!
- আপডেট সময় : ০৩:১৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭ ১৬৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ গাজীপুরের নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মী সালমা আক্তার।
গত বুধবার সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বলে অভিযোগ করেছেন তার পরিবার। নিখোঁজ সালমা আক্তার দৈনিক উত্তরা নিউজ নামে একটি সংবামাধ্যমে সংবাদকর্মী হিসেবে কর্মরত ছিলেন পাশাপাশি মানবাধিকার সংগঠনের কর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির সংবাদ প্রকাশ করার পর থেকে নিখোঁজ সালমা তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল বলে জানান তাঁর পরিবার।
সাংবাদিক ও মানবাধিকারকর্মী সালমা আক্তারের নিখোঁজ হওয়ার বিষয়ে টঙ্গী থানায় তার পিতা আবুল হাসেম একটি জিডি করেছেন।
সালমা আক্তারের নিখোঁজের বিষয়ে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং সালমা আক্তারের নিখোঁজ হওয়ার বিষয়টি খতিয়ে দেখছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ নারী সাংবাদিককে খুঁজে বের করতে পারবো।