ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




১০ টাকা ভাড়া নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকের ১০ টাকা ভাড়া নিয়ে তুলকালাম ঘটেছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

আজ সকালে এ ঘটনা ঘটে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, উপজেলার আয়নারটুক থেকে শিবপুর রাস্তার ইজিবাইক চালক অলি আহমেদ ও যাত্রী ইসরাফিল মিয়ার মধ্যে প্রথমে ১০ টাকার ভাড়া দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এ ঘটনার খবর পেয়ে তাদের উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




১০ টাকা ভাড়া নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

আপডেট সময় : ১১:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক;

হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকের ১০ টাকা ভাড়া নিয়ে তুলকালাম ঘটেছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

আজ সকালে এ ঘটনা ঘটে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, উপজেলার আয়নারটুক থেকে শিবপুর রাস্তার ইজিবাইক চালক অলি আহমেদ ও যাত্রী ইসরাফিল মিয়ার মধ্যে প্রথমে ১০ টাকার ভাড়া দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এ ঘটনার খবর পেয়ে তাদের উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।