মিলানে শিশুকিশোরদের নিয়ে স্বপ্নকুঁড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ ১৮৬ বার পড়া হয়েছে

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকেঃ ইতালির মিলানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুকিশোরদের নিয়ে স্বপ্নকুঁড়ি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মিলানের দারুল হিকমা একাডেমির আয়োজনে শিক্ষার্থীদেরকে একুশে ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেনো পালন করা হয়,এইদিনের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়। শিশু কিশোরদেরকে নিয়ে মাতৃভাষার উপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহীদ দিবসে শিক্ষার্থীরা ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদমিনার সুন্দর ভাবে অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তুলে। দারুল হিকমা একাডেমির অধ্যক্ষ জুনাইদ সোবহান,উপাধ্যক্ষ প্রফেসর জিয়াউল করিম,প্রফেসর আবু নাসের বাহার দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
চারটি গ্রূপে প্রায় শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আলোচনা শেষে বিজয়ী শিশুকিশোরদের মধ্য পুরস্কার তুলে দেন একাডেমির শিক্ষক বৃন্দ এবং সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আনিসুর রহমান,গিয়াস উদ্দিন ইমরান,মাওলানা আবু রাশেদ শাহীন ,শাহাদাত হোসাইন কি,মাওলানা আবু সুফিয়ান মাসুদ,মাওলানা ইমরান হোসাইন মাওলানা রেজাউল করীম আসগর,শামছুল আলম,মাওলানা আব্দুল মারুফ ইব্রাহীম বাবর ,জয়নাল আবেদিন ,কাউছার হোসাইন রাসেল, আল ইমরান, জেবুন নেসা,তাজরিয়ান আবেদিন সঞ্চিতা ,নূরুন নাহার,নাজিমুদ্দিন প্রমুখ।