সংবাদ শিরোনাম :
অস্কার দৌড়ে বিদ্যা বালান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ১৮২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
২০২১ সালের অস্কার প্রতিযোগিতায় সেরা শর্ট ফিল্ম ক্যাটাগরিতে জায়গা পাচ্ছে ‘নটখট’। এতে অভিনয় করেছেন বিদ্যা বালান। এরআগে ‘শেমলেস’ নামের আরেকটি মুভি অস্কারের জন্য অনেকখানি এগিয়ে ছিল।
‘নটখট’ ছবির প্রযোজনা করছেন বিদ্যা বালান নিজেই। এবার তিনি প্রযোজক হিসাবেও আত্মপ্রকাশ করলেন।
ছবিটির পরিচালনা করেছেন শান ব্যাস। ৩৩ মিনিটের এই ছবির প্রিমিয়ার হয় ‘ট্রিবেকাস উই আর ওয়ান: গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ। এরই মধ্যে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল স্টাটগার্ট-এ ‘জার্মান স্টার অব ইন্ডিয়া’ পুরস্কার পেয়েছে মা-ছেলের রসায়ন নিয়ে তৈরি ‘নটখট’।
২০২১ সালের অস্কার প্রতিযোগিতায় নাম লেখাতে পেরে সন্তোষ প্রকাশ করেছে আরএসভিপি মুভিস।
অস্কারের দৌড়ে নাম আসায় বিদ্যাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।