বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের পক্ষ থেকে ড.আব্দুল্লাহ আল মঞ্জুর হোসেনকে “সম্মাননা স্মারক” প্রদান
- আপডেট সময় : ১১:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্ক; আজ বিকেল ৫ ঘটিকায় বনানীর স্থানীয় একটি রেস্তোরাঁয় আইন শিক্ষায় বিশেষ অবদানের জন্য আমাদের প্রিয় শিক্ষক ড. আবদুল্লাহ আল মঞ্জুর হোসেন, বিভাগীয় প্রধান, আইন বিভাগ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, কে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ হতে বিশেষ “সম্মাননা স্মারক” প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ রবিউল আলম জুয়েল, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক মির্জা হাসানুল ইসলাম চয়ন, পিরোজপুর জেলা শাখার সভাপতি মিরাজ তালুকদার, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর শাখার যুগ্ম সম্পাদক মো রাসেল মিয়া, সিটি ইউনিভার্সিটির শাখার সাধারণ সম্পাদক রাইয়ান চৌধুরী, সহ সম্পাদক উম্মে শাহজাদী সুমাইয়া, টাঙ্গাইল জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক তাসফিন সিফান রাজু, জাতীয় আইন কলেজ শাখার ছাত্রনেতা মোঃ ওয়ালিউল্লাহ জুয়েল সহ অর্ধ শত নেতা কর্মী।
এ সময় বক্তারা নিজেদের অভিমত ব্যক্ত করেন ও ড. আবদুল্লাহ আল মঞ্জুর হোসেনের সুস্বাস্থ্য এবং শিক্ষকতা পেশার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।