সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি;
পটুয়াখালীতে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (৬ জানুয়ারি) রাত ১টায় হেতালিয়া বাদাঘাটের উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. আরিফুর রহমান রিয়াজ জানান, রাতে হঠাৎ সেতারা ক্লিনিক রোডে আগুনের ফুলকি দেখতে পাই। কার দোকান থেকে আগুনের সূত্রপাত কিছু বোঝা যাচ্ছে না। কাছেও যাওয়া যাচ্ছে না। আগুনের তাপ অনেক।
তিনি জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মাত্র ফায়ার সার্ভিসের গাড়ি আসছে। ঘটনাস্থলে পুলিশ আসছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, হেতালিয়া বাদাঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে একটি টিম পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।