পটুয়াখালীতে খালে গৃহবধূর ভাসমান লাশ
- আপডেট সময় : ১২:০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ ১০৪ বার পড়া হয়েছে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি;
পটুয়াখালীর বাউফলে খালে ভাসমান অবস্থায় রিনা বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বাউফলের ধুলিয়া ইউনিয়নের ঘুরচাকাঠি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রিনা বেগম বাউফলের ধুলিয়া ইউনিয়নের ঘুরচাকাঠি গ্রামের রিকশাচালক আরিফ চৌধুরীর স্ত্রী। আরিফ চৌধুরী ওই গ্রামের আল ইসলাম চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, বরিশালের সাহেবেরহাট এলাকার রিনা বেগমকে প্রায় ৩ বছর আগে বিয়ে করেন আরিফ। বিয়ের ১ বছর পর তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়।
বুধবার দুপুরে স্থানীয়রা ঘুরচাকাঠি গ্রামের খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে জানান। পরে পুলিশ ওই লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠায়। লাশ উদ্ধারের পর থেকে আরিফ ও তার বাবা-মা পলাতক রয়েছেন।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য বলা যাবে।