সংবাদ শিরোনাম :
মৃত্যু মৃত্যু খেলা_ এইচ আর শফিক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ ৪১৯ বার পড়া হয়েছে

মৃত্যু মৃত্যু খেলা_ এইচ আর শফিক
মৃত্যু মৃত্যু খেলা খেলছে মস্তিষ্কে।
মাঝে মাঝে অন্তর ভুলে যায় তার চলার গতি,
হতাশার রঙ রংধনুরা পসরা সাজায় ভাবনার অস্থির আকাশে।
ঘামের বদলে আগুন ফোঁটা ঝড়ে,
রক্তের বদলে খেলে বিদ্যুৎ।
প্রজ্জ্বলিত স্বপ্নরা আর্তনাদ করে উঠে শিরায় শিরায়,
বাঁচতে চাই, বাঁচাতে চাই…
স্লোগানে মুখরিত মগজের কোষে কোষে,
কোথাও মানুষ দেখিনা!
এ কোন জগতে আমি আমার বিচরণ?