করোনার নতুন প্রজাতি নিয়ে কেন উদ্বিগ্ন হবেন না
- আপডেট সময় : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ ১২৬ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনের সাথে বাংলাদেশে পাওয়া নতুন স্ট্রেইনের মিল থাকলেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এমনটি বলছে বাংলাদেশ রোগতত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট।
দেশিয় বিজ্ঞানীরা বলছেন, সারাবিশ্বেই করোনা ভাইরাস বারবার ধরণ পাল্টাচ্ছে। আর এ বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে বাংলাদেশের।
যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মাঝে বাংলাদেশে শনাক্ত হওয়া নতুন স্ট্রেইনের বিষয়েও এখন আলোচনা চলছে। দেশে করোনা ভাইরাসের নতুন ধরনটি শনাক্ত হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে। ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতেই করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন পায় বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। যা যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যপূর্ণ ভাইরাসের সঙ্গে মিলে যায়।
বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলছে, এ নিয়ে আতঙ্কিত না হয়ে, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। বিজ্ঞানীরা বলছেন, চরিত্রের পরিবর্তন যে কোনো ভাইরাসেরই ধর্ম। করোনা ভাইরাসের ক্ষেত্রেও ঘটেছে। বাজারে যে সব টিকা মিলছে পরিবর্তিত করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে কাজ করবে বলেও জানান বিজ্ঞানীরা।
বিশেষজ্ঞরা মনে করেন, দেশে গবেষণা কম হওয়ার কারণে পরিস্থিতি অনুধাবন করতে সমস্যা হচ্ছে।