সাহাবুদ্দিন. কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হকতিয়ারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার বিকাল ৩টায় অভিভাবক সমাবেশ ও ১০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: বায়েজীদ খান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুমের আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশোলায় চক্রবর্তী, মারুফ আহমদ চৌধুরী, কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোশারফ হোসেন ও উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর এ কে এম ফয়সল হোসেন। এ বিদ্যালয় থেকে ২০১৮ সনে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ লাভ করে। এই ১০ শিক্ষার্থীকেও সংবর্ধনা প্রদান করা হয়।