সবুজ আন্দোলনের নবগঠিত চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ ১১০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি: বিগত কিছুদিন আগে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব মহসিন সিকদার পাভেল। আজ ১৫ ডিসেম্বর অনমোদিত নতুন জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা সবুজ আন্দোলনের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও চট্টগ্রাম জেলা আহবায়ক কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য সচীব সুলতানা আয়শা, যুগ্ম আহবায়ক উৎপল আজীজ, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক সোনিয়া আজাদ, ফারাহ আমেনা, নারগিছ আক্তার, জান্নাতুন নাঈম চৌধুরী রিকু, সাংবাদিক আব্দুল কাদের।
সভায় কাজী হুমায়ুন কবির সবুজ আন্দোলনের চট্টগ্রাম জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব, মহসিন সিকদার পাভেলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রাম পাহাড়, নদী, সবুজ প্রকৃতিতে ঘেরা বানিজ্যিক শহর। অথচ এই শহরটি আজ বিভিন্ন কারনে জলবায়ু পরিবর্তন, দূষণ, দখলসহ পরিবেশ বিপর্যয়ের মুখে। ইটভাটা, পাহাড় কাটা, নদী দখল, কলকারখানার বর্জ্য নদীর পানিতে মিশে দূষন করছে প্রতিনিয়ত। যার ফলে পরিবেশ আজ হুমকির মুখে। এইসব বিপর্যয় রোধে চট্টগ্রাম জেলার আহবায়ক কমিটিকে পরিবেশ বিষয়ে সব জেনে বুঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।