আসছে আজাদ রাহী’র ”একজন ছিলো”
- আপডেট সময় : ০৬:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক: নতুন গান নিয়ে আবারো ফিরে এসেছেন অন্ধকারের জনপ্রিয় গায়ক আজাদ রাহী!
ঠিক যেমনটি কথা দিয়েছিলেন, ”অন্ধকার এর মত যদি আবারো কোন গান লিখতে পারি তবে আমি আবারো নতুন গান নিয়ে ফিরবো।”
“একজন ছিলো” শিরোনামে মৌলিক গানটিতে কন্ঠ দিয়েছেন আজাদ রাহী এবং গানটি লিখেছেন আজাদ রাহী নিজেই! প্রতিবারের মত গানটির সুর ও সংগীত করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আভরাল সাহির।
“অন্ধকার” গানটি ব্যাপকভাবে সাড়া পাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন আরেকটি নতুন গান নিয়ে সবার মাঝে ফিরে আসবেন। “অন্ধকার” গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আজাদ রাহী এবং তানিশা ইসলাম শেনীজ। অন্ধকার গানটি লিখেছেন আজাদ রাহী নিজেই এবং গানটির সুর ও সংগীত করেছিলেন আভরাল সাহির। “অন্ধকার” গানটি ছিল আজাদ রাহী’র প্রথম মৌলিক গান।
আধো ডায়েরী সহ আজাদ রাহী’র নিজের অফিশিয়াল চ্যানেল মিলিয়ে গানটির ইউটিউব ভিউস প্রায় ৭০ লক্ষ এর ও বেশি।
দর্শকশ্রোতাদের এত ভালোবাসা পাওয়ার পর সে ভাবে, নতুন আরেকটি গান নিয়ে ফিরে আসবেন সবার মাঝে।
আজাদ রাহী’র “একজন ছিলো” গানটি এখনো আনরিলিজড। তিনি বলেছেন, নতুন বছরে গানটি মুক্তি পাবে “আধো ডায়েরি” নামক নতুন একটি অডিও লেবেলে!
ইতিমধ্যেই গানটির কাজ শেষ করা হয়েছে। নতুন বছরের শুরুতেই সবার মাঝে অন্ধকার গানটির মতই ছড়িয়ে পড়বে “একজন ছিলো” গানটিও! এই আশা রাখেন তিনি।