কাবিন ১ লাখকে ৩ লাখ করার লোভ দেখিয়ে ধর্ষণ করল কাজি
- আপডেট সময় : ১১:২২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ১০৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
ঢাকার ধামরাইয়ে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামে এক কাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান।
গ্রেপ্তার কাজী ইউসুফ আলী ধামরাই পৌর এলাকার দক্ষিণ পাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বিয়ে পড়ানোর কাজ করতেন।
ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, এক বছর আগে পোশাক শ্রমিক ওই নারীর সঙ্গে তার স্বামীর তালাক হয়। গত ৮ মাস আগে ওই নারী ১ লাখ টাকা দেনমোহর ধার্য করে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে পড়ান কাজি ইউসুফ আলী। বিয়ের কাজ সম্পাদনের সময় তিনি ভুক্তভোগীকে কাজি কাবিননামা বৃদ্ধির প্রলোভন দেখান। গত ৯ নভেম্বর সন্ধ্যায় ওই নারীকে কাবিননামা ১ লাখ থেকে ৩ লাখ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে নিজ বাসায় ডেকে নেন ইউসুফ। তিনি ভুক্তভোগীকে প্রথমে অনৈতিক প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তাকে ধর্ষণ করেন ইউসুফ আলী।
ঘটনার পর গতকাল বৃহস্পতিবার ধামরাই থানায় ভুক্তভোগী মামলা দায়ের করলে কাজি ইউসুফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
এসআই সাইদুজ্জামান বলেন, মামলার প্ররিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।