সংবাদ শিরোনাম :
‘২৫ বছরের চেয়ে আমি দেখতে এখন অনেক ভালো’

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে

অনেকবার বলেছি, আবার বলছি, আমাকে মোটেই বলবেন না যে, ‘আপনার বয়স ৪৫ এর বেশি! তা মনেই হয় না!’ এমন অদ্ভুত কমপ্লিমেন্ট আমার ভালো লাগে না। বরং ইনস্টাগ্রামে লোকজন লেখেন বুড়া বয়সে ঢং, সেটা আমার ভালোই লাগে। আমার ঢং করতে ভালো লাগে। খুব ভালো লাগে। আমার মুখের বলিরেখা আমার ভালো লাগে। ২৫ বছরের চেয়ে আমি দেখতে এখন অনেক ভালো। আর যতদিন যাবে ততটাই ভালো হবো। বুড়া বলে আমাকে কাবু করার কষ্ট যারা করেন, জানবেন তাদের জন্য পরম মমতায় আমার কান্না আসে। আমিতো বুড়ি-ই! আমার বর ও তাই ডাকে! বিশ্বাস করেন! আপনারাও ডাকবেন। কতো যে আদর মাখা সত্যি ডাক! এই ডাক আমার ভালো লাগে, মন খুলে ডাকবেন। মনের ভিতর কেবল আমি জব্দ হচ্ছি এটা ভাববেন না… যাহোক আর কয়দিন বাদে ৫০ হবো যদি বাঁচি। তখন আরও ভালো দেখাবে আমি নিশ্চিত। আর ৫০ এর মতোই দেখাবে।
(ফেসবুক থেকে সংগৃহীত)