সিলেটে আজ গ্যাস পাবেন না প্রায় ৩০ হাজার গ্রাহক
- আপডেট সময় : ১১:০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
সিলেটে বৃহস্পতিবার গ্যাসবিচ্ছিন্ন থাকবেন প্রায় ৩০ হাজার গ্রাহক। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকা ছাড়া বাকি সব স্থানে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিলেট শহরতলির খাদিমনগর এলাকার জালালাবাদ গ্যাস স্টেশনের (ডিআরএস) জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এর জন্য শুধু দক্ষিণ সুরমা এলাকা ছাড়া সিলেট মহানগরীর বাকি সব স্থানে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীতে জালালাবাদ গ্যাসের অধিভুক্ত প্রায় ৩০ হাজার গ্রাহক রয়েছেন