ডেলিভারি ম্যান/রাইডার পদে লোক নিচ্ছে ‘এসএমএস পরিবহন’

- আপডেট সময় : ০৪:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ৩৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: শুধুমাত্র ঢাকা সিটির বিভিন্ন স্থানে গ্রাহকের পণ্য নির্দৃষ্ট সময়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে জনবল নিচ্ছে ‘এসএমএস পরিবহন’। আগ্রহীগণ ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
খালি পদ : নির্দিষ্ট নয়
জব কনটেক্সট-
নিজস্ব বাইসাইকেল/মটর বাইক থাকতে হবে।
ফুডপান্ডা, সহজ, পাঠাও বা ডেলিভারি কোম্পানিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বাইসাইকেল/মোটর বাইক চালানোয় অদক্ষ হলে আবেদনের প্রয়োজন নেই।
বাংলা ও ইংরেজিতে মৌলিক জ্ঞান থাকতে হবে।
স্মার্ট, সৎ, পরিশ্রমী ও ভাল ব্যবহারের অধিকারী হতে হবে।
স্মার্টফোন থাকতে হবে এবং তা অপারেট করা জানতে হবে।
চাকরির দায়িত্বসমূহ-
বাই সাইকেল/মোটর বাইক এর মাধ্যমে কাষ্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা।
হোম ডেলিভারি পরিসেবার জন্য সবসময় প্রস্তুত থাকা।
কাষ্টমারের তথ্য, বিক্রয় তথ্য, অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মত পাঠানো।
এছাড়াও বিভিন্ন ইস্যুতে সুপারভাইজারকে রিপোর্ট করা।
শিক্ষাগত যোগ্যতা-
কমপক্ষে এসএসসি পাশ। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি গ্রহনযোগ্য।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ-
বয়স ১৮ থেকে ৩৫ বছর।
শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল : ঢাকা সিটি
বেতন : আলোচনা সাপেক্ষ
কোম্পানীর সুযোগ সুবিধাদি-
ডেলিভারির উপর কমিশনসহ কোম্পানী কর্তৃক প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
যোগাযোগ : বাড়ি নং ৫, শাহাব উদ্দিন রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৬২৭ ৬০৩ ৪০৬
বি:দ্র: নিজস্ব বাইসাইকেল/ মোটর বাইক না থাকে, অনুগ্রহপূর্বক আবেদন করার প্রয়োজন নেই। তবে যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই উপরে দেয়া নাম্বারে কল দিয়ে আসবেন।
ফেসবুক পেইজ:
https://www.facebook.com/smsparibahan