সংবাদ শিরোনাম :
ঘুম থেকে বাবা-মা জেগে দেখেন ১৭ দিন বয়সী শিশু উধাও!

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
বাগেহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোল থেকে ১৭ দিন বয়সী এক শিশুকে চুরি হয়ে গেছে। রোববার রাত ১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ওসি মো. মনিরুল ইসলাম।
তিনি জানান, রাত ৩টা থেকেই ঘটনাস্থলে রয়েছে পুলিশ। শিশুটির সন্ধানে তারা কাজ করছে।
চুরি হওয়া শিশুর বাবা পেশাদার জেলে সুজন খান বলেন, রাত ১টার দিকে জেগে দেখি মেয়ে বিছানায় নেই।
শিশু সানজিদার মা শান্তা আক্তার বলেন, রাত ১১টার দিকে মেয়েকে বিছানায় শুইয়ে আমার আচল তার শরীরের ওপর দিয়ে ঘুমিয়ে পড়ি। ১টার দিকে জেগে দেখি মেয়ে নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা।