ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




পরিত্যক্ত ড্রামে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

চাঁদপুরের শাহরাস্তিতে পরিত্যক্ত একটি ড্রাম থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার উয়ারুক বাজার এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল থেকে রাস্তার পাশে সন্দেহজনক একটি ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তার ৮টার দিকে শাহরাস্তি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশসহ চাঁদপুর থেকে সিআইডি ও পিবিআই এর দুটি টিম ঘটনাস্থলে এসে ড্রাম খুলে মৃতদেহটি উদ্ধার করে। ড্রামের মুখে তুলা জাতীয় বস্ত্র দিয়ে মরদেহটি ঢেকে রেখে ড্রামটি তালাবদ্ধ রাখা ছিলো।

শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম বলেন, স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।। উদ্ধারকৃত মরদেহের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে যুবকটিকে জবাই করে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। এই ঘটনার রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

এদিকে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




পরিত্যক্ত ড্রামে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

আপডেট সময় : ০৯:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক;

চাঁদপুরের শাহরাস্তিতে পরিত্যক্ত একটি ড্রাম থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার উয়ারুক বাজার এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল থেকে রাস্তার পাশে সন্দেহজনক একটি ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তার ৮টার দিকে শাহরাস্তি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশসহ চাঁদপুর থেকে সিআইডি ও পিবিআই এর দুটি টিম ঘটনাস্থলে এসে ড্রাম খুলে মৃতদেহটি উদ্ধার করে। ড্রামের মুখে তুলা জাতীয় বস্ত্র দিয়ে মরদেহটি ঢেকে রেখে ড্রামটি তালাবদ্ধ রাখা ছিলো।

শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম বলেন, স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।। উদ্ধারকৃত মরদেহের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে যুবকটিকে জবাই করে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। এই ঘটনার রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

এদিকে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।