সংবাদ শিরোনাম :
১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
নাটোরের নলডাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ শাহিন আলী নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষ্মীকোল গ্রাম থেকে তাকে ওই গাঁজাসহ আটক করা হয়। আটক শাহীন উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
র্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল মঙ্গলবার রাতে নলডাঙ্গা উপজেলা ঠাকুর লক্ষীকোল গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ১০ কেজি গাঁজাসহ শাহিনকে হাতেনাতে আটক করা হয়। ওই গাঁজা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করে শাহীন। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।