অনেক ক্ষেত্রেই আমরা ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে: তোফায়েল
- আপডেট সময় : ১০:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ১২০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। অনেক ক্ষেত্রেই পাকিস্তান ও ভারত থেকে আমাদের সূচক এগিয়ে রয়েছে।
শনিবার দুপুরে ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ঢাকা থেকে টেলিকনফারেন্সে এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি গঠিত হচ্ছে। আসামাজিক কাজে লিপ্ত মাদকসেবী এমন কোনো ব্যক্তির আওয়ামী লীগে স্থান হবে না।
এ সময় তিনি আগামী শীতকে সামনে রেখে এখন থেকেই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
ভোলা উত্তর দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ মাতুব্বরের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সম্মেলনের উদ্বোধক উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মান্নান মাস্টার প্রমুখ