ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বুড়িচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনও’র! Logo ইবি উপাচার্যকে ১০লাখ ঘুষ প্রস্তাব এক তরুনীর! Logo মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে Logo ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাবি ছাত্রলীগের কার্যক্রম শুরু Logo থিয়েটার কুবির ইফতার মাহফিল Logo রাজধানীর শান্তিনগর বাজার নিয়ে শত কোটি টাকার লুটপাট Logo ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক Logo ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ Logo ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক Logo পুরান ঢাকায় জুতার কারখানার আগুন




বরিশালে বাড়ছে চুরি-ছিনতাই; আস্থা সংকটে থানায় অভিযোগ কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ১১২ বার পড়া হয়েছে

বরিশালে বেড়েছে অপরাধ। প্রায় প্রতিদিনই হচ্ছে চুরি- ছিনতাই।পুলিশ কাউকে কাউকে ধরতে পারলেও অধিকাংশই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। আস্থাহীনতায় অনেকেই অভিযোগ জানাতে থানায়ও যাচ্ছেন না।

খুব সকালে ব্রজমোহন কলেজ গেট থেকে ছিনতাই করে হাতিয়ে নেয়া হয়েছে অর্থ। নিরুপায় হয়ে ক্ষোভ ঝাড়তে ফেসবুকে পুলিশ ও মেয়রের কাছে বিচার চাইলেন ভুক্তভোগী। ছিনতাই হয়েছে মুল শহরের মধ্যেই, কারিকর বিড়ি মোড়েও। রাত একটায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

অন্যদিকে মধ্যরাত নয়, সন্ধ্যা সাতটা থেকে ৮টার মধ্যে প্রায় দিনই চুরির খবর মিলছে হাসপাতাল রোডের গরুর খোয়ার রাস্তায়। কারো মোটরসাইকেল, কারো বাইসাইকেল,কারোর বা ভ্যানগাড়ী। এই গলিতে গেল একমাসেই ৩ দফায় চুরি হয়েছে। তবে একটিরও এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারেনি পুলিশ।

এমিইপি গ্রুপ মাহিদ খান বলেন,’এই এলাকা থেকে নিয়মিত চুটিটা হচ্ছে। গত দুই মাসে তিন থেকে চার বার চুরি হয়েছে।’

আস্থাহীনতায় বেশিরভাগ মানুষই থানায় অভিযোগও জানাতে যায় না। সুজন সভাপতি প্রফেসর শাহ সাজেদা বলেন,’আইন শৃংঙ্খলা বাহিনীকে চুপ থাকলে চলবে না। আইনের আওতায় এনে অপরাধীদের বিচার করতে হবে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম জানান,’কোন ধরণের অপরাধের ঘটনা যদি ঘটে,আইন শৃংঙ্খলা বিঘ্ন হয় এমন কোন ঘটনা যদি ঘটে, অবশ্যই তরিত গতিতে অবহিত করবেন। যাতে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি।’

পুলিশের তথ্য, সেপ্টেম্বর মাসে মোট চুরির মামলা ছিলো ১৩টি। আগষ্টে ১৬ এবং জুলাই মাসে ২১টি। এসব অপরাধের সাথে জড়িত অনেককেই আইনের আওতায় আনা হয়েছে জানিয়ে বাকিদেরও ধরার চেষ্টা চলছে বলে দাবি বিএমপি কমিশনারের।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন,’নজদারী বাড়ানো এবং জনগণকে সম্পৃক্ত করে এ অপরাধগুলো কমিনে আনা হবে।’

সম্প্রতি বরিশাল শহরে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে মানুষের। আইনশৃঙ্খলাবাহিনী আরও কঠোর নজরদারি বাড়িয়ে অপরাধ দমনে সফল হবে এমন দাবি নগরবাসীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




বরিশালে বাড়ছে চুরি-ছিনতাই; আস্থা সংকটে থানায় অভিযোগ কম

আপডেট সময় : ০৯:২৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০

বরিশালে বেড়েছে অপরাধ। প্রায় প্রতিদিনই হচ্ছে চুরি- ছিনতাই।পুলিশ কাউকে কাউকে ধরতে পারলেও অধিকাংশই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। আস্থাহীনতায় অনেকেই অভিযোগ জানাতে থানায়ও যাচ্ছেন না।

খুব সকালে ব্রজমোহন কলেজ গেট থেকে ছিনতাই করে হাতিয়ে নেয়া হয়েছে অর্থ। নিরুপায় হয়ে ক্ষোভ ঝাড়তে ফেসবুকে পুলিশ ও মেয়রের কাছে বিচার চাইলেন ভুক্তভোগী। ছিনতাই হয়েছে মুল শহরের মধ্যেই, কারিকর বিড়ি মোড়েও। রাত একটায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

অন্যদিকে মধ্যরাত নয়, সন্ধ্যা সাতটা থেকে ৮টার মধ্যে প্রায় দিনই চুরির খবর মিলছে হাসপাতাল রোডের গরুর খোয়ার রাস্তায়। কারো মোটরসাইকেল, কারো বাইসাইকেল,কারোর বা ভ্যানগাড়ী। এই গলিতে গেল একমাসেই ৩ দফায় চুরি হয়েছে। তবে একটিরও এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারেনি পুলিশ।

এমিইপি গ্রুপ মাহিদ খান বলেন,’এই এলাকা থেকে নিয়মিত চুটিটা হচ্ছে। গত দুই মাসে তিন থেকে চার বার চুরি হয়েছে।’

আস্থাহীনতায় বেশিরভাগ মানুষই থানায় অভিযোগও জানাতে যায় না। সুজন সভাপতি প্রফেসর শাহ সাজেদা বলেন,’আইন শৃংঙ্খলা বাহিনীকে চুপ থাকলে চলবে না। আইনের আওতায় এনে অপরাধীদের বিচার করতে হবে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম জানান,’কোন ধরণের অপরাধের ঘটনা যদি ঘটে,আইন শৃংঙ্খলা বিঘ্ন হয় এমন কোন ঘটনা যদি ঘটে, অবশ্যই তরিত গতিতে অবহিত করবেন। যাতে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি।’

পুলিশের তথ্য, সেপ্টেম্বর মাসে মোট চুরির মামলা ছিলো ১৩টি। আগষ্টে ১৬ এবং জুলাই মাসে ২১টি। এসব অপরাধের সাথে জড়িত অনেককেই আইনের আওতায় আনা হয়েছে জানিয়ে বাকিদেরও ধরার চেষ্টা চলছে বলে দাবি বিএমপি কমিশনারের।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন,’নজদারী বাড়ানো এবং জনগণকে সম্পৃক্ত করে এ অপরাধগুলো কমিনে আনা হবে।’

সম্প্রতি বরিশাল শহরে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে মানুষের। আইনশৃঙ্খলাবাহিনী আরও কঠোর নজরদারি বাড়িয়ে অপরাধ দমনে সফল হবে এমন দাবি নগরবাসীর।