সংবাদ শিরোনাম :
হাসপাতালে ব্যারিস্টার রফিক-উল হক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ ৯৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদ্-দ্বীন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে রফিক-উল হককে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ধক্যজনিত, রক্তশূন্যতা ও ইউরিন ইনফেকশনের কারণে তার শারীরিক দুর্বলতা রয়েছে।
প্রবীণ এই আইনজীবী ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।