জামান, ফরিদপুর;
ফরিদপুরের জেলা প্রশাসক, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ডের সঙ্গে অসাদাচরণের প্রতিবাদ জানিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের অফিসে এক মতবিনিময় সভায় এ দাবি জানান সংগঠনের নেতারা।
সভায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সম্প্দাক ঝর্ণা হাসান, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দির মানু, দপ্তর সম্পাদক অমিমেষ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।