দিনাজপুরে স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০ ১০৭ বার পড়া হয়েছে
দিনাজপুর প্রতিনিধি;
দিনাজপুর সদরের শেখপুরা এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে সাগর (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় সহযোগী নুরে আলম নামে অপর যুবক পলাতক রয়েছে।
জানা যায়, শহরের অদুরে শেখপুরা গ্রামে আমিনুল ইসলামের ছেলে সাগর কিছুদিন আগে একই এলাকার ওই মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে।
সেই সূত্রে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তার বন্ধু একই এলাকার নুরে আলমের মাধ্যমে সাগর নিজ বাড়িতে ডেকে নিয়ে আসে।
এ সময় সাগরের বাড়িতে পরিবারের কেউ না থাকার সুযোগে সাগর ওই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
এরপর গত ৭ অক্টোবর ওই মেয়ে সাগরকে বিয়ের কথা বললে সাগর ওই মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
বিষয়টি মেয়ের পরিবার জানতে পেরে শনিবার রাতেই মেয়ের বাবা বাদি হয়ে কোতয়ালী থানায় মামলা করলে, পুলিশ রাতেই সাগরকে গ্রেপ্তার করে।
তবে সাগরের সহযোগী নুরে আলম পলাতক রয়েছে। পুলিশ রোববার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে এবং আসামি সাগরেকে আদালতে সোপর্দ করেছে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।