ঢাকায় বেড়াতে এসে রাতভর গণধর্ষণের শিকার তরুণী
- আপডেট সময় : ০৯:৫৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০ ১২২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
রাজধানীর পল্লবীতে বেড়াতে এসে রাতভর গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে তাকে। এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ১০ অক্টোবর গত শনিবার নোয়াখালী থেকে রাজধানীর পল্লবীতে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। পারিবারিক কারণে বাবা-মেয়ের মধ্যে মনোমালিন্য হয়। এক সময় ওই তরুণী বাসা থেকে রাগ করে বের হয়ে যায়। পরে তার স্বজনরা অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিল না। এরই মধ্যে অভিযুক্তরা তাকে ধরে নিয়ে যায় কালশীর একটি নির্জন মেসে। সেখানে ৬-৭ জন মিলে তাকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে বলে ভুক্তভোগী তরুণী পুলিশের কাছে অভিযোগ করেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ওই তরুণী থানায় এসে লিখিত অভিযোগ করেছে। এরপরই আমরা অভিযান চালিয়ে চারজনকে আটক করেছি। তরুণী ধর্ষণ হয়েছে মর্মে অভিযোগ করলে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।