তরুণীকে ধর্ষণের পর হত্যা করেছে বোনের সাবেক স্বামী
- আপডেট সময় : ১০:৩৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০ ৮৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ ধর্ষণের পর হত্যা করেছে তারই বোনের সাবেক স্বামী।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিন্নির বোনের সাবেক স্বামী ও তার তিন সহযোগী বাড়িতে একবার হামলা চালায়।
এরপর রাত ১১টার দিকে তাদের বাড়িতে আবারো সহযোগীসহ প্রবেশ করে জামিরুল। ছিনিয়ে নেয়া হয় তাদের মোবাইল ফোন। এরপর সহযোগীদের বাইরে রেখে তিন্নির রুমে প্রবেশ করে জামিরুল। রাত ১২টার দিকে জামিরুলের চলে যাবার পর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থার তিন্নির মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা।
স্বজনদের অভিযোগ, জামিরুল ও তার তিন সহযোগী মিলে তিন্নিকে ধর্ষণের পরে তাকে গলা টিপে হত্যা করা হয়।
মৃত্যুটি রহস্যজনক জানিয়ে পুলিশ বলছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মূল ঘটনা জানা যাবে। এঘটনায় মামলা দায়ের করা হলেও অভিযুক্তরা পালিয়েছে।
ঝিনাইদহ শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে আমরা আসল রহস্য বের করতে পারবো। আমরা সন্দেহ করছি তাকে ধর্ষণ করা হয়েছে,তবে রিপোর্ট হাতে পেলেই সেটা নিউশ্চিত হওয়া যাবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সদ্য স্নাতোকত্তর তিন্নি শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর কন্যা। আর তার বোন মিন্নির সাবেক স্বামী জামিরুল।