সংবাদ শিরোনাম :
প্রায় দুই কোটি টাকার মাদক ধ্বংস করল খুলনার বিজিবি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০ ১৪০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, খুলনা; খুলনা বিজিবি সদর দপ্তরে আটক প্রায় দুই কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। ২০১৯ সালের ১৬ এপ্রিল থেকে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
বুধবার বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় ৪৫ হাজার ৮৪০ বোতল ফেন্সিডিল, ৩২ লিটার খোলা ফেন্সিডিল, ১৩০২ বোতল মদ, ৪৩২৪ পিস ইয়াবা, গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্য বুডডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্ণেল মো. আরশাদুজ্জামান খান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াাসিম ফিরোজ, ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম।