সংবাদ শিরোনাম :
ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা ধরা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ ৯৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
এক নারীকে ধর্ষণের চেষ্টার মামলায় চট্টগ্রামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই নেতার নাম একরাম হোসেন।
পুলিশ জানায়, নগরীর চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর চকবাজার ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাসেম ভুইয়া বলেন, গত ফেব্রুয়ারি মাসে পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় এক নারীকে ধর্ষণের চেষ্টা করেন যুবলীগ নেতা একরাম।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।