সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০ ১০৩ বার পড়া হয়েছে
মো: রাসেল আহমেদ(ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ ৬ জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ডিগ্রী কলেজের এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল নোমান।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি ভালুকা ডিগ্রী কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে, প্রাইভেটকারটি দুমড়ে মুচরে গিয়ে ঘটনাস্থলেই চালক ও পাঁচ যাত্রী নিহত হয়। যাত্রীদের মধ্যে ১ শিশু, ২ নারী ও ৩ জন পুরুষ। তবে তাদের পরিচয় জানা যায়নি।