সংবাদ শিরোনাম :
ট্রায়াল সফল হলে নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে অস্ট্রেলিয়া
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০ ১২৮ বার পড়া হয়েছে
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিন চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল সফল হলে ভ্যাকসিনটি প্রস্তুত করে সব নাগরিককে বিনামূল্যে দেবে অস্ট্রেলিয়া।
বুধবার এঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবার জন্য ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক ঘোষণা করেছেন তিনি।
মরিসন জানান, ট্রায়াল সফল হলে অস্ট্রেলিয়ার ৯৫ শতাংশ নাগরিককে ভ্যাকসিন দেয়ার লক্ষ্য থাকবে। দেশটির ২ কোটি ৫০ লাখ নাগরিকের জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানী অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে অস্ট্রেলিয়ার সরকার। তবে সব নাগরিকের জন্য ভ্যাকসিন কেনার খরচ কত পড়বে তা এখনও চূড়ান্ত হয় নি।