আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গিরগিটি’
- আপডেট সময় : ০৪:০১:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০ ১২৫ বার পড়া হয়েছে
সৈকত ইসলাম:
সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে শ্যুটিং সম্পন্ন হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ’গিরগিটি’র।
একটি সত্য কাহিনি অবলম্বনে ‘গিরগিটি’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. ইয়াসির আরাফাত। স্থিরচিত্র: রফিকুল ইসলাম, প্রধান সহকারি: প্রদীপ দে, সহকারি পরিচালক: তৌফিকুল ইসলাম তমাল, প্রযোজনা প্রতিষ্ঠান : ‘ঝাল মুড়ি’ এ ক্রিটিভ বক্স ক্রিয়েশন, Post production টাইম’স ইনোভেশন।
স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্রটি ‘গিরগিটি’তে অভিনয় করেছেন, নবাগত আশিক অপূর্ব, উর্মিলা শ্রাবন্তী কর, আহসানুল হক মিনু, সিয়াম নাসির প্রমূখ।
কাহিনি সংক্ষেপ : গল্পটি একটা রিকশা চালকের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়েটির সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ছেলের সম্পর্ক তৈরি হয়। তাদের এই সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ায় মেয়েটির বাবার পেশা..! এমনই বিষয়বস্তু নিয়ে নির্মিত ‘গিরগিটি’।
শীঘ্রই একটি ইউটিউব চ্যানেল স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্র নির্মিত ‘গিরগিটি’ মুক্তি দেয়া হবে।