সংবাদ শিরোনাম :
করোনা চিকিৎসা: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের হোটেল ছাড়ার নির্দেশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০ ১১৭ বার পড়া হয়েছে
করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হোটেল খরচ সরকারিভাবে আর বহন করা হবে না বলে জানিয়েছে ৫০০শয্যা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতাল। তবে কেউ হোটেলে অবস্থান করতে চাইলে নিজ খরচে থাকতে পারবে।
হাসপাতালটির পরিচালক ডাক্তার মোহাম্মদ রওশন আনোয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয় ২৯শে জুলাই এক পরিপত্রে এ নির্দেশ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে পরিপত্র অনুযায়ী আর্থিক নীতি অনুসরণ করে পরবর্তীতে নির্ধারিত ভাতা দেয়া হবে বলেও জানানো হয়। পাশাপাশি পরিপত্রে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের আবাসনের বিষয়ে ব্যবস্থা নিতে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি পাঠিয়েছে বলে আদেশে জানানো হয়।