সংবাদ শিরোনাম :
জয়পুরহাটে পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০ ১০২ বার পড়া হয়েছে
জয়পুরহাটে বিদেশী পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬শে জুলাই) ভোর রাতে পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিনসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের হবিবর রহমানের ছেলে আব্দুর রহিম(৪২) ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান (৩৬)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, আটককৃত অস্ত্র ব্যাবসায়ীরা ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। তারা রতনপুর এলাকায় অস্ত্র বেচা-কেনা করছেন, এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও ম্যাগাজিন গুলিসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।