দারুসসালামে পৌনে ৮ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক
- আপডেট সময় : ১১:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০ ১২২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দারুসসালাম থেকে ৭ হাজার ৭৮০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটক মাদক কারবারীর নাম মো. হেলাল মিয়া (৫৫)। তার বাড়ি রংপুরে।
র্যাব-৪ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, মাদকের চালান আসার খবরে র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানাধীন নন্দরবাগে শাহজাহান ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট বসায়। রোববার সকাল সাড়ে ৭টায় শাহজাহান ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসের সামনে আরিচা-ঢাকা মহাসড়কের চেকপোস্টকালে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। সেখানে সুকৌশলে লুকানো অবস্থায় ৭ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বিক্রিত নগদ ১১ হাজার ১শ ৯০ টাকাসহ মাদক কারবারী হেলাল মিয়াকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল জানান, দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কাভার্ডভ্যান, ট্রাক, পিকআপ, প্রাইভেটকারে রংপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন তিনি।