ভুরুঙ্গামারীর শিলখুড়িতে প্রবাসীর স্ত্রী ও পরকীয়ায় প্রেমিক আটক
- আপডেট সময় : ০৯:৪৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০ ১১৭ বার পড়া হয়েছে
সাইফুর রহমান, শামীম কুড়িগ্রাম; কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিককে আটক করেছে প্রেমিকার স্বামী ও পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাটগীর গ্রামে।
এলাকাবাসী জানায়, ঐ গ্রামের সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের স্ত্রী(৩৫)র সাথে একই গ্রামের আমজাদ আলীর পুত্র মোঃ আশরাফ আলী(৩৬)এর দীর্ঘদিন থেকে পরকীয়া প্রেম চলে আসছিল। ইতিপুর্বে এ নিয়ে কয়েকদফা শালিস বৈঠক হলেও থেমে থাকেনি তাদের পরকীয়া প্রেম।
গত বুধবার (২২ জুলাই) রাত ১০ দিকে উক্ত পরকীয়া প্রেমিক আশরাফ আলী পরকীয়া প্রেমিকার ঘরে প্রবেশ করে অবৈধ্য মেলামেশা করতে থাকে। এসময় ঐ পরকীয়া প্রেমিকার স্বামী অন্য ঘরে শুয়ে থাকা অবস্থায় বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজনসহ তাদেরকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। পরে এলাকাবাসী জড়ো হলে উক্ত পরকীয়া প্রেমিক প্রেমিকাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরকীয়া প্রেমিক-প্রেমিকা ঐ প্রবাসী যুবকের বাড়িতে তালাবদ্ধ অবস্থায় আটক আছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মোঃ শওকত আলীর নিকট জানতে চাইলে তিনি জানান, এখনও কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।