দি ফিন্যান্স টুডে’র প্রধান সম্পাদক নিযুক্ত হলেন বাপ্পি সরদার
- আপডেট সময় : ১০:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০ ১৫৯ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট; বাংলাদেশের অন্যতম ফিন্যান্সিয়াল নিউজ পোর্টাল ‘দি ফিন্যান্স টুডে’র প্রধান সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বাপ্পি সরদার।
আজ (৪ঠা জুলাই) দুপুরে ফিন্যান্স টুডের প্রকাশক মতিউর রহমান বাপ্পি সরদারকে ফিন্যান্স টুডের দায়িত্ব বুঝিয়ে দেন। একই সাথে বাপ্পি সরদার দি ইনভেস্টর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করবেন।
তরুন সংগঠক ও গণমাধ্যম কর্মী হিসেবে ইতোমধ্যে দেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন বাপ্পি সরদার।
তবে তিনি অধিক সমাদৃত হয়েছেন জলবায়ু আন্দোলনে নেতৃত্ব দিয়ে। পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে ‘সবুজ আন্দোলনের’ প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছেন।
বাপ্পি সরদার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে জন্মগ্রহন করেছেন।
সামাজিক কর্মকান্ডের পাশাপাশি বিগত দিনে সাপ্তাহিক অগ্নিবীণা, সার্চ নিউজ সহ বেশ কিছু পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়াও দৈনিক সবুজ বার্তা নামক জনপ্রিয় একটি অনলাইনের সম্পাদক।
তার সাফল্যের মুকুটে সর্বশেষ সংযোজন হলো দি ফিন্যান্স টুডে। ফিন্যান্স টুডে টীমের পক্ষ থেকে তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হলো।