প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল
- আপডেট সময় : ১১:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার থেকে ফেন্সিডিল উদ্ধার
৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ বাবা-ছেলেকে আটক।
টাঙ্গাইলে অভিনব কায়দায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার ভর্তি ৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে র্যাব-১২। মঙ্গলবার বিকেলে, টাঙ্গাইল র্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে একটি প্রাইভেটকার আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী জয়পুর হাট জেলার সদর থানাধীন বিষ্ণপুর এলাকার মৃত মহির উদ্দিন প্রমানিক এর ছেলে মো: বাবলু প্রামানিক (৪৮) এবং বাবলু প্রামানিকের ছেলে মো: সাইদী প্রমানিক (২২) কে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে ৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ সময় প্রাইভেটকার, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব কমান্ডার বলেন, এ ধরনের অবৈধ মাদক বিরোধী আভিযান কার্যক্রম চলমান থাকবে।