সংবাদ শিরোনাম :
‘পাকিস্তান স্টক এক্সচেঞ্জে সন্ত্রাসী হামলায় ভারত জড়িত’
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০ ১১৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ করাচিতে স্টক এক্সচেঞ্জ ভবনে সন্ত্রাসী হামলার জন্য ভারতকে দায়ী করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
সোমবার দেশটির পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেয়া ভাষণে তিনি একথা বলেন। ইমরান খান বলেন, ‘সোমবারের হামলার পেছনে যে ভারতের হাত রয়েছে, এ বিষয়ে ইসলামাবাদের কোনো সন্দেহ নেই।’
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মত করে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলা চালানোর পরিকল্পনা ছিল ভারতের, এমনটাই দাবি করেন ইমরান খান। পাকিস্তানকে অস্থিতিশীল করার লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে।
সোমবারের হামলায় সাতজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন পুলিশ, দুইজন নিরাপত্তা কর্মী এবং চারজন হামলাকারী।