গ্রিন ঢাকা বাস্তবায়নে সবুজ আন্দোলন’র বৃক্ষরোপন
- আপডেট সময় : ০৭:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ ১২০ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট: আজ ২৫ জুন পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন’র পক্ষ থেকে রাজধানী ঢাকাকে সবুজায়ন করার লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সরদার’র সভাপতিত্বে খিলগাঁও থানার রামপুরা -বনশ্রী (ডেমরা স্টাফ কোয়ার্টার রোড) এলাকায় কয়েকশত গাছের চারা রোপন করা হয়।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা সবুজ আন্দোলন মুলত জলবায়ু সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করছি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবীতে নিয়মিত কর্মসূচি করলেও সামাজিক বনায়নের কোন বিকল্প নেই। সরকার যখন ঢাকাসহ সারাদেশে অবৈধ দখলকৃত জায়গা উচ্ছেদ অভিযান করছে তখন থেকে বলছি উচ্ছেদকৃত জায়গায় স্থায়ীভাবে বৃক্ষরোপন করলে ২৫ % বনায়ন সম্ভব। ঢাকাকে সবুজায়ন করতে উচ্ছেদকৃত জায়গায় গাছ লাগালে ৫-৬% বনায়ন সম্ভব। আমরা সবুজ আন্দোলন’র পক্ষ থেকে আগামী ২ বছরে ১ লক্ষ গাছ লাগাতে চাই। এ ক্ষেত্রে সরকারসহ পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সহযোগিতা আশা করছি।
এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ’র সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, সাংস্কৃতিক সম্পাদক উদয় খান, কেন্দ্রীয় সদস্য রবিন চৌধুরী, এস এম জীবন,সাবেক সেনাকর্মকর্তা ওমর ফারুক চৌধুরীসহ মহানগরের নেতৃবৃন্দ।