নওগাঁতে দিনদিন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা
- আপডেট সময় : ১০:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০ ৮৬ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৬ জনে।
শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করে জানান, করোনাভাইরাসে নতুন আক্রান্তের মধ্যে জেলা সদরে নওগাঁ মেডিকেল কলেজের এক শিক্ষক ও এক অফিস সহকারীসহ ৫ জন, রানীনগরে ৪, মহাদেবপুরে ২, সাপাহারে ২ এবং পোরশায় ২ জন।
সিভিল সার্জন কন্টোল রুম থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে ১৭৪ জনকে।এ ছাড়া গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছে ১৩৯ জন। এ পর্যন্ত সর্বমোট কোয়ারেন্টাইনে নেওয়া হয় ৯ হাজার ৪ ৬৯ জনকে এবং সবমিলিয়ে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ২০৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ২৬৫ জন।
গত ২৪ ঘন্টায় আরও ১ জন সুস্থ্য হয়েছেন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১৬১ জন। এছারা জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন।