সংবাদ শিরোনাম :
ভারতে করোনায় একদিনে মৃত্যু প্রায় ২ হাজার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
করোনায় ভারতে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৯৭৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনায় মোট প্রাণহানি এখন ১১ হাজারের বেশি। একদিনে ৯ হাজার ৭শ’ ৮৯ জনসহ মোট শনাক্ত সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে। এর আগে সোমবার দেশটিতে সর্বোচ্চ ৩শ’ ৯৫ জনের মৃত্যু হয়েছিল। এদিকে যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ২৩৩ জনের। আর শনাক্ত হয়েছেন ১,২৭৯ জন।
অন্যদিকে ব্রাজিলে কোনভাবেই কমছে না সংক্রমণ ও মৃত্যুহার। একদিনে ৭২৯ জনসহ মোট প্রাণহানি ৪৪ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৬২ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৩৭ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৬৪ জন।