সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে মাস্ক না পরায় ১৬ জনকে জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ৭৫ বার পড়া হয়েছে
হাসান সিকদার, টাঙ্গাইল: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের মির্জাপুরে মাস্ক না পরার অভিযোগে ১৬ জনকে ১২ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এবং গোড়াই এলাকায় এ জরিমানা করেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, সরকারিভাবে নির্দেশনা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে ঘর থেকে বের হলেই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করতে হবে। তা নাহলে জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে। সে লক্ষে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরার অপরাধে ১৬ জনকে জরিমানা করা হয়। এ সময় ১৬টি মামলাও করা রয়েছে। এধরনের অভিযান অব্যহত থাকবে।