মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ৭৪ বার পড়া হয়েছে
মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য জাকির মাতুব্বর (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
আজ রোববার দুপুরে সদর উপজেলার ঘটকঘর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির রাজৈর উপজেলার বাসুদেবপুর গ্রামের ইছাহাক মাতুব্বরের ছেলে।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোস্পানী কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, মানবপাচারকারী চক্রের মূলহোতা রাজৈর উপজেলার বদরপাশা এলাকার জুলহাস সরদারের সহযোগী হিসেবে কাজ করে জাকির মাতুব্বর। জাকির এলাকা থেকে লোক সংগ্রহ করে লিবিয়ায় পাঠায়। পরে লিবিয়ায় হয়ে ইতালী নেয়ার কথা বলে সহজ-সরল যুবককে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় জুলহাসসহ অন্য সদস্যরা।
সম্প্রতি লিবিয়ায় মাফিয়াতের গুলিতে ২৬ বাংলাদেশীর মধ্যে মাদারীপুরের ১১জন নিহতের ঘটনায় রাজধানীর পন্টন থানায় ও মাদারীপুরের রাজৈর থানায় মানবপাচার দমন আইনে মামলা হয়। মামলা হলে গা ঢাকা দেয় জাকির।
পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করে র্যাব-৮। এ নিয়ে মানবপাচার মামলায় গ্রেপ্তার হলো ৫জন। এদিকে গ্রেপ্তার জাকিরকে রাজৈর থানায় হস্তান্তরের পরে আদালতে সোপর্দ করা হয়েছে।