সংবাদ শিরোনাম :
করোনা: আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুতে এখনো শীর্ষে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। ব্রাজিলে একদিনে ৮৯০ জনের মৃত্যুতে করোনায় মোট মৃত এখন প্রায় ৪৩ হাজার।
২৪ ঘণ্টায় ২০ হাজারের বেশি শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত এখন সাড়ে ৮ লাখ ছড়িয়েছে। চিলিতে মৃত্যু হয় ২৩১ জনের। মেক্সিকোতে একদিনেই কোভিড- 19 এ মারা যান ৫০৪ জন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে মোট করোনা সংক্রমিতের সংখ্যা এখন প্রায় সাড়ে ২১ লাখ। দেশটিতে একদিনে মারা যায় ৭০১ জন।
এদিকে ভারতে ২৪ ঘণ্টায় আবারো ৩ শতাধিক মৃত্যু হয়েছে। এতে ভারতে করোনায় মোট প্রাণ গেছে ৯ হাজারের বেশি মানুষের। দেশটিতে একদিনে সর্বোচ্চ ১২ হাজারের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে। ভারতে মোট আক্রান্ত এখন ৩ লাখ ২১ হাজারের বেশি।
বিশ্বে মোট করোনা আক্রান্ত সাড়ে ৭৮ লাখের বেশি আর মৃত্যু ৪ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ৪০ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।