ভিখারী থেকে রাতারাতি বলিউড তারকা বনে যাওয়া পশ্চিমবঙ্গের রানাঘাটের রানু মণ্ডল আবারও দিন কাটাচ্ছেন না খেয়ে। করোনা দুর্যোগকালে চরম অর্থসংকটে দিন কাটাতে হচ্ছে তাকে।
কলকাতার রানাঘাট রেলস্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন রানু মণ্ডল। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি বনে যান সেলিব্রেটি।
করোনা দুর্যোগে অন্য সব তারকাদের মত রানু মণ্ডলও দাঁড়িয়েছিলেন অসহায় মানুষের পাশে। ভাগ্যের চক্রে এখন আগের মতোই অনাহারে দিন কাটছে তার।
গত বছর ২০শে জুলাই সোশ্যাল মিডিয়ায় লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু। এরপর হিমেশ রেশমিয়ার সঙ্গে 'তেরি মেরি' গানের মধ্য দিয়ে পা রাখেন বলিউডের তারা ঝলমলে জগতে।
কিন্তু এই করোনার দিনে আবারও সেই স্টেশনে ফিরে যাওয়ার দশা হয়েছে তার। ভাগ্যের রহস্যময় খেলায় দিন কাটাচ্ছেন অনাহারে।