যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবারো কৃষ্ণাঙ্গের মৃত্যু
- আপডেট সময় : ০৯:২৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ১২৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গের মৃত্যু; আটলান্টা পুলিশ প্রধানের পদত্যাগ।
চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের মধ্যেই যুক্তরাষ্ট্রে আবারো পুলিশের গুলিতে মৃত্যু হলো এক কৃষ্ণাঙ্গের। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২৭ বছর বয়সী রেইশার্ড ব্রুকস।
এ ঘটনার জেরে পদত্যাগ করেছেন শহরের পুলিশ প্রধান এরিকা শিল্ডস। এরই মধ্যে দায়ী পুলিশ কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা আহ্বান জানিয়েছেন শহরের মেয়র কেইশা ল্যান্স বটমস।
পুলিশ বলছে, স্থানীয় সময় শুক্রবার রাতে একটি রেস্তোরাঁর সামনে গাড়িতে ঘুমিয়ে পড়েন ব্রুকস। পরে রেস্তোরাঁ থেকে কেউ পুলিশে খবর দিলে ব্রুকসকে আটক করতে আসে পুলিশ। ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে পুলিশের হাতের টিজার ছিনিয়ে পালানোর চেষ্টা করে ব্রুকস। পরে পুলিশকে তাক করে ইলেক্ট্রিক টিজার ছোঁড়ে সে। এসময় তাকে গুলি করে পুলিশ। ঘটনাস্থলে নতুন করে জড়ো হয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।